বাংলাভূমি ডেস্ক ॥
নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভারত শাসিত কাশ্মীর। শুক্রবার বিকেলে কাশ্মীরের কুপওযারাতে নিরাপত্তারক্ষীর গুলিতে একাদশ শ্রেণীর এক ছাত্রের প্রাণহানির পরই উপত্যকায় নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারীর নিহত হওয়ার ঘটনায় এদিন বিকেলে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নাতনুসা এলাকায় বিক্ষোভ দেখাতে গেলে তাদেরকে থামাতে নিরাপত্তা রক্ষীরা তাদের ওপর গুলি চালালে ওই শিক্ষার্থী মারা যায়। ওইদিন ভারতীয় সেনাদের হাতে আরও ২০ জন শিক্ষার্থীও মারাত্মক আহত হন।
পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালীনই বিক্ষোভকারীরা নাতুনসা গ্রামে ৪৭ রাষ্ট্রীয় রাইফেলসের শিবির লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এরপরই শূন্যে গুলি চালাতে থাকেন নিরাপত্তারক্ষীরা। এতে গুলি লাগে আরিফ হোসেন দার (১৯) নামে এক ছাত্রের শরীরে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সূত্র : জিও নিউজ উর্দু