বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীতে আজ (রবিবার) থেকে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস বাস। শনিবার বিকেলে বিআরটিএ ও পুলিশের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত বাস্তবায়নে বেলা ১১টা থেকে রাজধানীর ৫টি পয়েন্টের অভিযান শুরু করছে যৌথ তদারকি দল।
রঙ বদলে হঠাৎ করেই, স্পেশাল, গেইট লক বা সিটিং সার্ভিস হয়ে যায় লোকাল বাস। যাত্রীকে গুণতে হয় দ্বিগুণ ভাড়া। নামে বিশেষ হলেও, সেবার মান লোকাল বাসের চেয়েও খারাপ। আর এ অভিযোগও দীর্ঘদিনের।
মহানগর পরিবহন নীতিমালায় সিটিং সার্ভিস নামে কিছু না থাকলেও, চলছিল এই নৈরাজ্য। অবশেষে যাত্রী দুভোর্গ কাটিয়ে উঠতে শনিবার থেকে এ ধরনের বাস বন্ধের ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
কিন্তু, তারপরও বন্ধ হয়নি সিটিং বা গেইট লক সার্ভিস। চালকদের দাবি এ বিষয়ে তাদের কিছুই জানাননি মালিকেরা।
এ অবন্থায় বিকেলে বিআরটিএ ও পুলিশের সঙ্গে আলোচনায় বসে মালিক সমিতি। দুই ঘণ্টার বৈঠক শেষে, রোববার থেকে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন বিআরটিএ চেয়ারম্যান। জানান, বন্ধ হচ্ছে গণপরিবহনের অন্য অনিয়মও।
মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সপ্তাহে ৩ দিন মাঠে থাকবে যৌথ তদারক দল। অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত চলবে অভিযান।
বোরবার সকাল ১১টা থেকে রাজধানীর পাঁচ পয়েন্টে রমনা, যাত্রাবাড়ী, আসাদ গেইট, আগারগাঁও, বিমানবন্দর সড়কে শুরু হচ্ছে এ অভিযান।
ইনডিপেনডেন্ট টিভি