স্পোর্টস ডেস্ক ॥
পাঞ্জাবের বিরুদ্ধে রাতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেনে রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এ ম্যাচে দেখা যেতে পারে বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চোটের জন্য ক্রিস লিন না থাকায় দলে ঢুকতে পারেন সাকিব আল হাসান।
গত কয়েক বছরে কেকেআর-এর অস্ত্র ছিল স্পিন। সেই স্লো টার্নার মাঠে কি না এ বার পেস সহায়ক উইকেট? সন্ধেয় অনুশীলনের ফাঁকে ইডেনে দাঁড়িয়ে নাইটদের কোচ জাক কালিস গলা চড়িয়ে বলে যান, ‘‘উইকেট আগের চেয়ে বদলেছে। এই পিচে এ বার বেশ কয়েকটা অনুশীলন ম্যাচ খেলেছি আমরা। পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমরা এ বার শিবির শুরু করেছিলাম একটু আগেই। তাই ঘরের মাঠে খেলার সব রকম সুবিধা পাব আমরাই।’’
নাইটদের দক্ষিণ আফ্রিকান কোচ আরও বলেন, ‘‘আমরা ভাগ্যবান যে আমাদের স্পিনাররা যে কোনও পরিবেশ বা পিচেই লড়াই করার জন্য তৈরি। সাফল্য পেতে গেলে উইকেট যে ওদের মনের মতো হতে হবে তা নয়। মিস্ট্রি স্পিনার থেকে রিস্ট স্পিনার—কী নেই। ওরা অনেক অর্থোডক্স স্পিনারের চেয়ে ভয়ঙ্কর। ভাল উইকেটে ওরা আরও কার্যকর হবে।’’
কেকেআর কোচ মন্দ বলেননি। ক্যারিবিয়ান সুনীল নারাইন থেকে চায়নাম্যান কুলদীপ যাদব, লেগ স্পিনার পীযূষ চাওলা অথবা স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে এ বার ক্রিস ওকস, ট্রেন্ট বোল্টরা আগুন ঝরাতে পারেন সবুজ পিচে। যে কথা মাথায় রেখে আত্মবিশ্বাসী কেকেআর কোচ বলে দেন, ‘‘আমাদের দলে যা বোলিং প্রতিভা রয়েছে তাতে যে কোনও পিচেই মিলিয়ে-জুলিয়ে আমাদের বোলিং আক্রমণ ঠিক দাঁড়িয়ে যাবে। বিশেষ উইকেটের জন্য বিশেষ টিম কম্বিনেশনও তৈরি।’’
আর বিপক্ষ কিংগস ইলেভেন পঞ্জাব? যারা দশম আইপিএলে পরপর দু’ম্যাচে জিতে ইডেনে এসেছে? গলায় সমীহ কালিসের। বলে দেন, ‘‘টুর্নামেন্টের অন্যতম ব্যালান্সড দল। ভাল ছন্দে শুরু করেছে। ওদের হারাতে নিজেদের সেরাটাই দিতে হবে। আশা করছি ঘরের মাঠে জয়ে ফিরতে পারব আমরা।’