বিনোদন ডেস্ক ॥
২০১৭ সালের বিশ্বের সেরা ৩০ সুন্দরীর তালিকায় স্থান করে নিয়েছেন ইরানের ২ অভিনেত্রী। এরা হলেন, অভিনেত্রী নিকি কারিমি (৪৫) ও তারানেহ আলিদোস্তি(৩৩)। তারা সুন্দরী তালিকার ১৪ ও ২৮তম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক হলিউড বাজ ম্যাগাজিনের ওয়েবসাইট বাজনেট.কম এ তালিকা প্রকাশ করেছে। সত্তর লাখ মানুষ অনলাইনে ভোট দিয়ে সুন্দরীদের এ তালিকা তৈরি করেছে। গত ১০ ফেব্রুয়ারি ভোট নেওয়া শেষ হবার পর এ তালিকা তৈরি করা হয়।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ২১তম স্থানে রয়েছেন মিশেল ওবামা। ২২তম স্থানে রয়েছে বিখ্যাত টিভি উপস্থাপক অপেরা উইফ্রে। ৮তম স্থানে রয়েছেন অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জলি ও ৬ষ্ঠ স্থানে রয়েছেন হিলারি ক্লিনটন। বাজনেট.কম’এর পরবর্তী অর্থাৎ ২০১৮ সালের বিশ্বের সেরা সুন্দরীর তালিকা বের হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি। অনলাইনে আপনিও ভোট দিতে পারবেন সেরা সুন্দরী নারী নির্বাচনের জন্যে। (যঃঃঢ়://িি.িনুুঁহবঃ.পড়স/২০১৭/০৩/ঃড়ঢ়-৩০-ড়িৎষফং-সড়ংঃ-নবধঁঃরভঁষ-ড়িসবহ-ড়ভ-২০১৭)
সুন্দরীদের এ তালিকার প্রথমে রয়েছেন মার্কিন কণ্ঠশিল্পী বিয়ন্স। ১২তম স্থানে রয়েছেন এমা স্টোন, চতুর্থ স্থানে এমা ওয়াটসন ও ১০ম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী আলেক্সজান্দ্রা দাদ্দারিও। রিয়াল ইরান অর্গ