বিশ্বের সেরা ৩০ সুন্দরীর তালিকায় ইরানি ২ অভিনেত্রী

বিনোদন ডেস্ক ॥
২০১৭ সালের বিশ্বের সেরা ৩০ সুন্দরীর তালিকায় স্থান করে নিয়েছেন ইরানের ২ অভিনেত্রী। এরা হলেন, অভিনেত্রী নিকি কারিমি (৪৫) ও তারানেহ আলিদোস্তি(৩৩)। তারা সুন্দরী তালিকার ১৪ ও ২৮তম স্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক হলিউড বাজ ম্যাগাজিনের ওয়েবসাইট বাজনেট.কম এ তালিকা প্রকাশ করেছে। সত্তর লাখ মানুষ অনলাইনে ভোট দিয়ে সুন্দরীদের এ তালিকা তৈরি করেছে। গত ১০ ফেব্রুয়ারি ভোট নেওয়া শেষ হবার পর এ তালিকা তৈরি করা হয়।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ২১তম স্থানে রয়েছেন মিশেল ওবামা। ২২তম স্থানে রয়েছে বিখ্যাত টিভি উপস্থাপক অপেরা উইফ্রে। ৮তম স্থানে রয়েছেন অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জলি ও ৬ষ্ঠ স্থানে রয়েছেন হিলারি ক্লিনটন। বাজনেট.কম’এর পরবর্তী অর্থাৎ ২০১৮ সালের বিশ্বের সেরা সুন্দরীর তালিকা বের হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি। অনলাইনে আপনিও ভোট দিতে পারবেন সেরা সুন্দরী নারী নির্বাচনের জন্যে। (যঃঃঢ়://িি.িনুুঁহবঃ.পড়স/২০১৭/০৩/ঃড়ঢ়-৩০-ড়িৎষফং-সড়ংঃ-নবধঁঃরভঁষ-ড়িসবহ-ড়ভ-২০১৭)

সুন্দরীদের এ তালিকার প্রথমে রয়েছেন মার্কিন কণ্ঠশিল্পী বিয়ন্স। ১২তম স্থানে রয়েছেন এমা স্টোন, চতুর্থ স্থানে এমা ওয়াটসন ও ১০ম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী আলেক্সজান্দ্রা দাদ্দারিও। রিয়াল ইরান অর্গ

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫