বাংলাভূমি ডেস্ক ॥
ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও শ্রীনগরের লোকসভা উপ-নির্বাচনের প্রার্থী ফারুক আবদুল্লাহ ‘ভারত কাশ্মীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে’ বলে নরেন্দ্র মোদিকে সতর্ক করেছেন। তিনি মোদি সরকারকে ঘুম থেকে উঠে কাশ্মীর বিষয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলার আহবান জানিয়েছেন। মঙ্গলবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক আবদুল্লাহ মোদিকে তার কাশ্মীর অবস্থান থেকে সরে এসে পাকিস্তানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বলেন, ‘সামরিক অভিযানের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে না। তাই রাজনৈতিকভাবে সমাধানের পথ বের করাই শ্রেয়।’
তিনি কাশ্মীরের অবস্থা ‘বেশ খারাপ’ উল্লেখ করে বলেন, ‘ আমি কাশ্মীরের ভবিষ্যৎ ভালো দেখছি না। তরুণরা ক্রমেই ফুঁসে উঠছে, যা এর আগে দেখা যায়নি।’ ভারত সরকারকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, ‘আপনারা পছন্দ করুন আর নাই করুন বিষয়টির সমাধানে পাকিস্তানের সঙ্গে আপনাদের আলোচনায় বসতেই হবে। না হলে কাশ্মীরের ওপর নিয়ন্ত্রণ হারাতে হবে ভারতকে।’
রোববার(১০ এপ্রিল) শ্রীনগর লোকসভা আসনের উপ-নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ। যা বিগত ২৭ বছরের মধ্যে সবচেয়ে কম। আর ওই উপ-নির্বাচনের অন্যতম প্রার্থী ছিলেন ফারুক আবদুল্লাহ। উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতায় ৮ জন নিহত হয়।
সবচেয়ে বড় সংঘাতের ঘটনাটি ঘটে শ্রীনগরের কাছে বাদগাম জেলায়। রাজ্য পুলিশ ও আধা-সামরিক বাহিনী জানিয়েছে, সহিংসতায় তাদের শতাধিক সদস্য আহত হয়েছে। ওই অঞ্চলগুলোতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। দ্য নিউজ ডটকম ও হিন্দুস্থান টাইমস অবলম্বনে