বাংলাভূমি ডেস্ক ॥
আসামের আদালতে হাজির হতে না পারায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
উক্ত আদালতে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক টুইটের কারণে মানহানির মামলা হয়েছে। তিনি টুইট করেছিলেন যে, নরেন্দ্র মোদি ১২ ক্লাস পাস। তারপরও সেটা আবার ভূয়া।
উল্লেখ করার বিষয় হলো, এ বিষয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা হওয়ার পর ডিফু চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটস কোর্ট থেকে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সামন পাঠানো হয়।
সামনে যে অভিযোগ উল্লেখ করা হয় সেটা হলো এরকম যে, তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন কার্বি এ্যাংলং অটোনোমাস কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান সুর্য রংফার।
তিনি বলেছেন, কেজরিওয়াল প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন তুলে মানহানির ঘটনা ঘটিয়েছেন। কেজরিওয়ালের বিরুদ্ধে ভারতীয় দ-বিধির ৪৯৯, ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৮ মে। সূত্র : ইন্ডিয়া টুডে