আমাকে একজন মাশরাফি দাও, আমি ১১টা সোনার টুকরো উপহার দেবো

স্পোর্টস ডেস্ক ॥

“হে বীর, আচমকা তোমার এই অবসরে যাওয়া, মানতে পারছেনা তোমার ভক্তসহ ক্রিকেটপ্রেমীরা। কোটি প্রাণে আছে তুমি, প্রেরণা আর স্বপ্ন জয়ের কা-ারি হয়ে”. . .

আর সেই দায়িত্ববান কা-ারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যার হাত ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্ব দরবারে মর্যাদার আসনে পৌঁছাতে পেরেছে। আগে কোন ঘোষণা না দিয়ে হঠাৎ করে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার অবসরের ঘটনায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে তার ভক্তদের মাথায়। শুধু তাই নয়, আচমকা এ ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেটপ্রেমীরাও।

ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভক্তদের নানা মন্তব্যসহ তার সতীর্থরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে আবেগঘন অনুভূতির কথা। এই সফল অধিনায়ক ম্যাশকে নিয়ে বিখ্যাত ক্রিকেটারেরাও করেছেন অসাধারণ সব উক্তি।-

সধং-১শন পলক (সাবেক অধিনায়ক, দক্ষিন আফ্রিকা) – “তোমরা আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাদের এগারোটা “সোনার টুকরো” (ক্রিকেটার) উপহার দিবো”।

ব্রায়ান লারা (সাবেক অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ) – “আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সাথে এক টিমে খেলতে পারিনি”।
নাসের হোসাঈন (সাবেক অধিনায়ক, ইংল্যান্ড) – “নেতা, মানুষ আর খেলোয়াড়, এই ৩টি শব্দ যোগ করলে মাশরাফির মতো একজন ক্রিকেটার, এর আগে কোনোদিন ক্রিকেটবিশ্ব দেখেনি”।

আমিনুল ইসলাম বুলবুল (সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশ) – “আমাদের সৌভাগ্য আমরা মাশরাফির যুগে জন্মেছিলাম”।
গ্লেন মেগ্রা (সাবেক ফাস্ট বোলার, অস্ট্রেলিয়া) – “পৃথিবীতে দুই ধরনের বোলার আছে। এক মাশরাফি আর অন্যটি বাকি সব”।
সধংযৎধভরস্যার ভিভ রিচার্ডস (লিজেন্ড ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ) – “আমার সৌভাগ্য, আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয় নি”।

মাশরাফিকে ইঙ্গিত করে এডাম গিলক্রিস্ট (সাবেক উইকেটকিপার, অস্ট্রেলিয়া) বলেন – অধিনায়ক তো অনেকেই আছেন, মা আছেন কয়জন?

ভিভিএস লাক্সম্যান (সাবেক ব্যাটসম্যান, ইন্ডিয়া) – “আপনি যদি মাশরাফির পুরো এক ওভার স্বাচ্ছন্দ্যে খেলে ফেলতে পারেন, তার মানে একদিন আপনি লিজেন্ড হবেন”।

মোসাদ্দেক হোসেন সৈকত (বাংলাদেশ) – “আমি শেরে বাংলা একে ফজলুল হককে দেখি নি, মাশরাফি ভাইকে দেখেছি”।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫