স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাগণকে বদলী করা হয়েছে। রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম কর্তৃক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
বদলীকৃত কর্মকর্তাগণ হলেন- নেত্রকোনা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ মজিবুর রহমান মজুমদারকে সহকারি পুলিশ সুপার টিডিএস ঢাকা, বরিশাল আরআরএফ এর সহকারি পুলিশ সুপার মোঃ শাহ আলম খানকে সহকারি পুলিশ সুপার পিটিসি খুলনা, এসপিবিএন ঢাকার সহকারি পুলিশ সুপার শেখ সাব্বির হোসেনকে সহকারি পুলিশ সুপার সদর ভোলা, পিটিসি টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার মোঃ শামীম কুদ্দুস ভূইয়াকে সহকারি পুলিশ সুপার তজুমউদ্দিন ভোলা, ডিএমপি’র সহকারি পুলিশ কমিশনার মোঃ আব্দুল হাই মোল্লাকে সহকারি পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার বান্দারবন, র্যাবের সহকারি পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহাকে সহকারি পুলিশ সুপার সদর নারায়ণগঞ্জে বদলী করা হয়েছে।
পিটিসি নোয়াখালীর সহকারি পুলিশ সুপার মোঃ মামুন রানাকে মুক্তাগাছা ময়মনসিংহের ২য় এপিবিনের সহকারি পুলিশ সুপার, কেএমপি খুলনার সহকারি পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহানকে সহকারি পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, এসবি ঢাকার সহকারি পুলিশ সুপার ডাঃ নন্দিতা মালাকারকে সহকারি পুলিশ সুপার সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন গাজিপুর, র্যাবের সহকারি পুলিশ সুপার মোসাঃ আরেফা খাতুনকে সহকারি পুলিশ সুপার এসবি ঢাকা, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নোয়াখালীর সহকারি পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরীকে সহকারি পুলিশ সুপার সদর নোয়াখালী, নোয়াখালী সদর সহকারি পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরীকে সহকারি পুলিশ সুপার র্যাব, এসপিবিএন ঢাকার সহকারি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামকে সহকারি পুলিশ কমিশনার কেএমপি খুলনায় বদলী করা হয়েছে।
এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার সাথী রানী শর্মাকে কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারি পুলিশ সুপার, এপিবিএন ময়মনসিংহ এর সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীমকে সহকারি পুলিশ সুপার ডি-সার্কেল খুলনা, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার সহকারি পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানকে সহকারি পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল কুমিল্লা, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারি পুলিশ সুপার শাহাদত হুসেন রাসেলকে সহকারি পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স (টিআর পদে) ঢাকা, ডিএমপি’র সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলামকে সহকারি পুলিশ সুপার গাজীপুরের কালিয়াকৈর সার্কেল, শ্রীপুর মডেল থানার সহকারি পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেনকে সহকারি পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা এবং হাইওয়ের সহকারি পুলিশ সুপার গোলাম মোহাম্মদকে সহকারি পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার বরিশালে বদলী করা হয়েছে।