বিনোদন ডেস্ক ॥
‘এর আগে আমি হরর ছবি করিনি। তাই এটা আমার জন্য বেশ চ্যলেঞ্জিং। নিজেকে প্রস্তুত করছি সময় নিয়ে’—এমনটাই বলেছেন বলিউড অভিনেত্রী জারিন খান। প্রতীক্ষিত সেই ছবির নাম ‘১৯২১’।
বিক্রম ভাট তৈরি করবেন এই ছবিটি। এখানে জারিনের চরিত্র কেমন হবে, সেটা গোপন রাখা হয়েছে। প্রস্তুতি হিসেবে এই বলিউড সুন্দরী নিয়ম করে হরর সিরিজ ও ছবি দেখছেন।
নির্মাতা জানিয়েছেন, আগামী মে থেকে ‘১৯২১’-এর দৃশ্যধারণ শুরু হবে। কিছু অংশের কাজ হবে লন্ডনে। বিক্রম ভাট এর আগে রিলায়েন্সের সঙ্গে মিলে কয়েকটি ছবি প্রযোজনা করেছেন। সেই তালিকায় যুক্ত হচ্ছে ‘১৯২১’।
জারিন খান২৯ বছর বয়সী জারিন খানকে সামনে দেখা যাবে ‘আকসার টু’ ছবিতে। ২০০৬ সালে ছবিটির প্রথম কিস্তি মুক্তি পায়। ‘হেট স্টোরি থ্রি’ তে সবশেষ পর্দায় এসেছিলেন ‘বীর’ নায়িকা জারিন।