সাতক্ষীরা প্রতিনিধি ॥
সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের সাত কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ২২ জন, কলারোয়া থানায় ১০, তালায় ছয়, কালিগঞ্জে সাত, শ্যামনগরে সাত, আশাশুনিতে সাত, দেবহাটায় তিন ও পাটকেলঘাটা থানায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।