স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকায় বুধবার মধ্যরাতে সন্ত্রাসীদের হামলায় আহত এক কলেজ ছাত্র বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন।
নিহত মো. সোহেল রানা (২৫) স্থানীয় আব্দুল মালেকের ছেলে। তিনি গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) শেষবর্ষের ছাত্র ছিলেন।
নিহতের মামা আব্দুল মান্নান জানান, বুধবার মধ্যরাতে সালনা বাজার থেকে বাসায় ফেরার পথে বাসার অদূরে একটি রাস্তার উপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে সোহেল রানার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী গিয়ে গুরুতর আহত সেহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো বলেন, প্রতিবেশী শহীদুল ইসলামদের সঙ্গে সোহেল রানাদের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় সোহেল রানাদের খুন-জখমের হুমকিও দিত তারা। এ বিরোধের জেরেই ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
গাজীপুর সিটির ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই রাস্তা নিয়ে বৃহস্পতিবার সিটি কর্পোরেশনে সালিশ হওয়ার কথা ছিল।
জয়দেবপুর থানা পুলিশের এসআই মো. সাদেকুর রহমান জানান, স্থনীয় কাউন্সিলরের কাছে ঘটনার খবর শুনেছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।