স্টাফ রিপোর্টার ॥
দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যেই আবারও সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার বিকালে এই স্থগিতাদেশ জারি করা হয়।
এর আগে সকালে সাময়িক বরখাস্তের আদেশটি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আরিফুল হক চৌধুরী। আইনজীবী আব্দুল হালিম ক্বাফী সাংবাদিকদের বলেন, ‘সকালে করা রিট আবেদনের শুনানি নিয়ে তিন মাসের জন্য বরখাস্তের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন আদালত। আগামী রোববার এ বিষয়ে বিস্তারিত শুনানির দিন ধার্য করা হয়েছে।’
গতকাল রোববার উপ-সচিব মো.মাহমুদুল আলম স্বাক্ষরিত আরিফের বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা- ৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহীত হয়েছে। সেহেতু সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯-এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো’।
২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিসিক নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। বছরখানেক পরেই মামলায় জড়ান তিনি। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমস কিবরিয়া হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলা দুটিতে অভিযুক্ত হন তিনি। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আরিফ। তাকে কারাগারে প্রেরণ করা হয়। পরের বছর ৭ জানুয়ারি আরিফকে সাময়িক বরখাস্ত করে স্থানিয় সরকার মন্ত্রণালয়।
উ”চ আদালত থেকে কিবরিয়া হত্যা মামলা এবং হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন নিয়ে গত বছরের জুলাইয়ে মুক্ত হওয়ার প্রহর গুণছিলেন আরিফুল হক চৌধুরী। কিন্তু ২০ জুলাই সুনামগঞ্জে সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক মামলায় আরিফের নাম যুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় সিআইডি। ২০০৪ সালের ২১ জুনের ওই ঘটনার মামলায় রুদ্ধ হয়ে যায় আরিফের মুক্তির পথ। তবে আইনী লড়াই চালিয়ে যান আরিফ। সেই ধারাবাহিকতায় সবকটি মামলায় জামিন পেয়ে গত ৪ জানুয়ারি কারামুক্ত হন তিনি।