নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
নারায়াণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় বাবু নামে এক ট্রাকচালককে মারধরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দেয় দীর্ঘ যানজট।
শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ট্রাকচালক বাবুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অবরোধে থাকা শ্রমিক আনিস জানান, টোল প্লাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুকে বেধম মারধর করে টোলপ্লাজার নিরাপত্তাকর্মীরা। যারা মারধর করেছে তাদের শাহিমশর ব্যবস্থা করতে হবে।
সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।