স্কুল শিক্ষার্থীরাই হচ্ছে প্রধানমন্ত্রী-মন্ত্রী, গঠন করছে ‘মন্ত্রিসভা’!

স্টাফ রিপোর্টার ॥

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে কৈশোর থেকে গণতন্ত্র চর্চা এবং স্কুল-মাদ্রাসার পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের মত গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট  কেবিনেট নির্বাচন’। এতে স্কুলের ছাত্র-ছাত্রীরা ভোট দিয়েছে, তাদের ভোটেই নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রী-মন্ত্রী। সেই প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা মিলে গঠন করেছে মন্ত্রিসভা।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন-কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, বাংলাদেশ শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য বেলায়েত হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশে ১৬ হাজার ৫০৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ হাজার ৪০২টি দাখিল মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর নির্বাচনে এক লাখ ৮৩ হাজার ২৭২টি পদের জন্য ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভোট প্রয়োগ করছে ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ জন শিক্ষার্থী।

সূত্র আরো জানায়, প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সাল থেকে স্টুডেন্টস কেবিনেট গঠন করা হলেও মাধ্যমিক স্তরে ২০১৫ সাল থেকে কিশোর শিক্ষার্থীদের মন্ত্রিসভা গঠনে এ নির্বাচন হচ্ছে। এবার অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো। তবে সিটি করপোরেশন ও উপনির্বাচন থাকা এলাকায় ছোটদের মন্ত্রিসভা গঠনের এ ভোট আগামী ৮ এপ্রিল হবে।

বালীগাঁও উচ্চ বিদ্যায়ের শিক্ষক ওমর আলী মোল্লা জানান, মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সরাসরি নির্বাচনের মাধ্যমে এ স্টুডেন্ট কেবিনেট গঠন করা হয়েছে। শুধুমাত্র নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি সহপাঠ কার্যক্রম, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরি ইত্যাদি, দিবস ও অনুষ্ঠান উদযাপন এবং অভ্যর্থনা ও আপ্যায়ন, আই.সি.টি এই ৮টি পদে শিক্ষার্থীরা স্টুডেন্ট কেবিনেটে প্রার্থী হয়েছে।

রাজনগর উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য স্টুডেন্ট কেবিনেট গঠিত হয়েছে।

মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী নিশাত রহমান জানায়, নির্বাচনে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং আইন শৃঙ্খলার রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরাই র‌্যাব, পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করছে। বার এ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা সার্বিক সহযোগিতা করছেন বলেও নিশাত জানায়।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫