বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আইটি খাতে ব্যাপক বিপ্লব ঘটিয়ে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেআইটি প্রতিষ্ঠানঅ্যাকসেনচার। যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ হাজার উচ্চ দক্ষতার কর্মসংস্থান তৈরি করবে তারা। প্রতিষ্ঠানটি জানায়, আইটি প্রতিষ্ঠান হিসেবে দিনে দিনে তাদের গ্রহণযোগ্য বাড়তে। তাতে নতুন কর্মীর দরকার। এর ফলে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৬৫ হাজার ছাড়িয়ে যাবে।
বর্তমানে অ্যাকসেনচার-এ প্রায় ৩৯৪০০০-এরও বেশি কর্মী কাজ করছেন, যার মধ্যে এক লাখ চল্লিশ হাজার ভারতীয় বলে জানিয়েছে রয়টার্স। শুধু ভারত না, এ ক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রজন্মও অংশ নিতে পারবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সরকার যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি করবে বলে ঘোষণা দেন। আর এই ঘোষণার পরে আউটসোর্সিং করে চলা সেখানকার আইটি প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে আছে।
শুক্রবার অ্যাকসেনচার আরও জানায়, তারা নতুন কর্মীদের প্রশিক্ষণ বাবদ ১৪০ কোটি ডলার খরচ করবে ও দেশটির বিভিন্ন শহরে ১০টি উদ্ভাবন কেন্দ্র চালু করবে। দক্ষ জনবল তৈরি করতে যা যা করার দরকার সবকিছু করবে প্রতিষ্ঠানটি।