স্টাফ রিপোর্টার ॥
ফিটনেসবিহীন যান, চালকের অদক্ষতা, ট্রাফিক ব্যবস্থাপনায় ত্রুটিসহ নানা অনিয়মের কারণে দিন দিনি বাড়ছে সড়ক দুর্ঘটনা। ফলে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। গত ৪২ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২২৬। গত দুই মাসের গড় হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনে ৮ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ২১ জন। বিশেষজ্ঞরা বলছেন, ত্রুটিমুক্ত কার্যকর ব্যবস্থার অভাবে সড়ক দুর্ঘটনা দিনে দিনে বাড়ছে।
রোববার একই মাইক্রোবাসে ঢাকা থেকে কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ১৪ জন আরোহী। নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে নিহত হন ১৩ জন। গত দুই দিনে নরসিংদীরসহ দেশের বিভিন্ন যায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩০ জন।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬- এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ২শ’ ৬৬ জন। আহত হয়েছেন ১ হাজার ৯শ’ ৮২।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের তথ্যমতে, গত ৪২ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩শ’ ৭৪টি। নিহত হয়েছেন ২শ’ ২৬ জন। গুরুতর আহত হয়েছেন ৯শ’ ১৫। আর এসব দুর্ঘটনার ৭০ ভাগই হয়েছে মহাসড়কে।
অথচ বিআরটিএ বলছে, দুর্ঘটনা রোধে অদক্ষ চালক ও ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
দক্ষ চালক তৈরিতে সারাদেশে নিবন্ধিত প্রশিক্ষণকেন্দ্র মাত্র ১০৬টি। সে কারণে চালক প্রশিক্ষণে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রচার চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি