স্টাফ রিপোর্টার ॥
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অচল অবস্থায় পরিণত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের শেষে এবার ক্লাস, পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলন করছেন রুয়েটের শিক্ষকরা।
রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. নীরেন্দ্রনাথ জানান, শিক্ষার্থীরা আন্দোলনের নামের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। প্রতিবাদে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন।
শিক্ষক নেতারা বলছেন, শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট বাতিল বিষয়ে কাগজে-কলমে নিশ্চয়তা চায়। এরপর তারা আন্দোলন থেকে সরে আসবে বলে দাবি জানায়। কিন্তু ৩৩ ক্রেডিট বাতিলের পরেও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ শিক্ষকদের মর্মাহত করেছে। এজন্য যেসব অতি উৎসাহী শিক্ষার্থীদের কারণে শিক্ষকদের সাথে অপ্রত্যাশিত আচারণ করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এ নিয়ে সুরাহা না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করা হবে।
এরআগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার (৫ ফেব্রুয়ারি) ৩৩ ক্রেডিট বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় একাডেমি কাউন্সিল।