প্রথম যৌন সম্পর্কের আগে জেনে নিন ১০ তথ্য!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

যৌনতা নিয়ে মানুষের মধ্যে বহু কৌতূহল থাকে৷ থাকবে নাই বা কেন? বরাবরই যা কিছু গোপন, তা জানার আকাঙ্ক্ষা মানুষের তীব্র৷ যৌনতাও তাই বরাবর আকর্ষণ করে মানুষকে৷ প্রথমবার সেক্স করার কোনো সঠিক বয়স নেই৷ পাশ্চাত্য দেশগুলিতে কিশোর-কিশোরীরা অনেক ছোট বয়সেই যৌন সম্পর্কে জড়িয়ে পরে৷ কিন্তু তা হয়তো ততটা ভাল ব্যাপার নয়৷ কিন্তু সেই প্রসঙ্গে বরং নাই গেলাম৷ শুধু যাঁরা প্রথমবার যৌন সম্পর্কে জড়াবেন, তাঁদের কিছু তথ্য অবশ্যই জানা উচিত৷ এই টিপস্ তাঁদের প্রথমবারের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলবে৷

১. যৌনতা নিয়ে অহেতুক ঘাবড়াবেন না৷ অকারণ ভীতি, বা অতিরিক্ত উৎসাহ কোনোটাই ভাল নয়৷ অকারণ চিন্তা দূরে রাখুন এবং যৌনতার আনন্দ উপভোগ করুন৷

২. প্রথমবারের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে নিজের মধ্যে দুষ্টুমিটা ধরে রাখুন৷ আপনার হিউমার আপনার পার্টনারকে সেই বিশেষ সময়ে অনেক আনন্দ দেবে৷

৩. সেক্স করার সময় অহেতুক পর্নোগ্রাফি দেখে নিজেদের উত্তেজিত করার চেষ্টা করবেন না৷ নিজেদের বুঝুন৷ নিজেদের সান্নিধ্য উপভোগ করুন৷ তবেই যৌনতার আসল মহিমা টের পাবেন৷ নীল ছবির অতিরঞ্জিত দৃশ্য আপনার আশা অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে অনেক সময়, যা আপনার প্রকৃত সুখের পথে অন্তরায়৷

৪. সিনেমার মতো বা পর্নোগ্রাফির মতো নিজেদের যৌনতা নাও হতে পারে, এটা মনে রেখে তারপরই সেক্স করুন৷ বাস্তব জগৎ এবং সিনেমা যে এক নয়, তা বুঝতে হবে আপনাকেই৷

৫. একটু রিল্যাক্স করুন রতি ক্রিয়ার সময়৷ মাথায় একগুচ্ছ চিন্তা নিয়ে বিছানায় গেলে, জীবনের সমস্যার সমাধান যেমন মিলবে না, তেমনই পাবেন না রতিসুখ৷ তাই সারাদিনের টেনশনকে বিদায় দিয়ে তারপরেই বিছানায় যান৷

৬. মনের মানুষটিকে আদর করার পরিবেশ তৈরি করুন৷ নোংরা বিছানা বা তেলচিটে বালিশ, আর তার ওপরেই আপনারা লীলা খেলা করবেন, এমন যেন কখনোই না হয়৷ পরিষ্কার ঘর, টিমটিমে আলো, মিষ্টি কোনও রোমান্টিক গান এসব কিন্তু ঘনিষ্ট মুহূর্ত তৈরি করার কাজে খুবই উপযোগী৷

৭. প্রথমবার বিছানায় যাওয়ার আগে একবার নিজের কোনো ডাক্তার বন্ধুর পরামর্শ অবশ্যই নিন৷ এমন হতে পারে, আপনি যৌনতার পরবর্তী প্রভাব সম্পর্কে সঠিক ওয়াকিবহাল নন৷ তাই আগে সমস্ত ব্যাপার সঠিক ভাবে জেনে তারপরই নিশ্চিন্তে যৌনতায় মশগুল হন৷

৮. সম্পর্ক আর মুহুর্তদের গুরুত্ব নিয়ে প্যাশনেট হন, সেক্স নিয়ে নয়৷ মুহূর্ত সুন্দর হলে তবেই আসবে রতিক্রিয়ায় স্বর্গসুখ৷ নাহলে বাকি সবকিছুর স্বাদ আধসেদ্ধ মাংসের মতো হয়ে যাবে৷

৯. যৌনতা নিয়ে কৌতূহলী হলে, সেই বিষয়ে বিস্তর পড়াশুনা করে দেখতে পারেন৷ কোনো বিদ্যাই খারাপ নয়৷

১০. একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিকাল জীবনে অনেককিছুই মানুষ নতুন অভিজ্ঞতা অর্জন করেন৷ যা আগে থেকে জেনে রাখা যায় না৷ তাই সবকিছুর জন্যই তৈরি থাকুন৷ চরম মুহূর্তে যে কী হয়, কেউ বলতে পারেন না৷

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫