বুবলি সমাচার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
শবনম বুবলী। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এরইমধ্যে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। গত বছরের ঈদে শামিম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শ্যুটার’ ছবিতে অনবদ্য অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ছবি দুটি ব্যবসা করার পর বেশকিছু ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব আসে তার। তবে ভেবেচিন্তে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। ছবি দুটি হচ্ছে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ এবং কালাম কায়সারের ‘মা’।

দুটি ছবিতেই সহশিল্পী হিসেবে তিনি পাশে পেয়েছেন শাকিব খানকে। ছবি দুটির মধ্যে বর্তমানে এফডিসিতে ‘অহংকার’ ছবির কাজ চলছে। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, গত মাস থেকেই ‘অহংকার’ ছবির টানা শুটিং করছি। এখনও সিকোয়েন্সসহ গানের কাজ বাকি আছে। এ ছবিতে আমার চরিত্রের নাম মায়া। এখানে নূতন আপার মেয়ের চরিত্রে অভিনয় করছি। ছবিটিতে বেশ চ্যালেঞ্জিং চরিত্র আমার। আর ছবিতে আমার বড় বোন মিমি গান করেছেন। সে গানে আমি ঠোঁট মেলাতে যাচ্ছি। ভাবতেই ভালো লাগছে।

এ ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান। তবে অন্য হিরোর বিপরীতে কোনো ছবির প্রস্তাব আসলে বুবলী কাজ করবেন কি-না জানতে চাইলে বলেন, আমি দর্শককে হতাশ করতে চাই না। ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে বুঝে শুনে অন্য হিরোর বিপরীতেও কাজ করব। তবে হুটহাট কোনো ছবিতে কাজ করতে চাই না। শাকিব খান ছাড়া অন্য হিরোর বিপরীতে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। ইমেজটা ঠিক রেখে তা করতে চাই। সুন্দর ধামাকা প্রোজেক্ট হলেই আমি অন্য হিরোর বিপরীতে অভিনয় করব।

‘অহংকার’ ছবিতে নূতন, সাদেক বাচ্চুৃর মত সিনিয়র শিল্পীরা কাজ করছেন। তাই তাদের সামনে অভিনয় করতে নার্ভাস হন কি-না জানতে চাইলে বুবলী বললেন, সাদেক বাচ্চু ভাইয়ের সঙ্গে ‘বসগিরি’ ছবিতেও কাজ করা হয়েছে। নূতন আপা বা বাচ্চু ভাই আমাকে কাজের সময় অনেক উৎসাহ দেন। পজিটিভ ব্যবহারই পেয়েছি। এটা ইন্ডাস্ট্রিতে খুব দরকার। কারণ তাদের কাছ থেকেই তো আমরা শিখব। ভালো কিছুর জন্য তারা উৎসাহ দি”েছন। আমি সবসময়ই এটা পা”িছ। সামনে যেসব সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করা হবে তাদের কাছেও এমনই উৎসাহ আশা করেন বুবলী। পরবর্তীতে কালাম কায়সারের ‘মা’ ছবিতে কাজ করবেন তিনি। এরইমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধও হয়েছেন। তবে কবে থেকে এ ছবির কাজ শুরু হবে তা এখনও জানতে পারেননি বুবলী।

এ প্রসঙ্গে বলেন, কালাম ভাই এখনও শুটিংয়ের শিডিউল করেননি। আমি শুধু ছবিতে চুক্তিবদ্ধ হয়ে রয়েছি। এ ছবির কাজ হয়তো শিগগিরই শুরু হবে। এরইমধ্যে বুবলীকে নির্মাতারা ইন্ডাস্ট্রির লাকী ফেইস বলছেন। কারণ তার ক্যারিয়ারের প্রথম দুটি ছবিই ভালো ব্যবসা করেছে। অনেক হিরো-হিরোইনের জীবনেই ক্যারিয়ারের শুরুতে সাফল্য খুব কম এসেছে। সেই দিক থেকে এগিয়ে রয়েছেন বুবলী। আর সামনেও বেশ বুঝে শুনে ভালো ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি। বড় বোন মিমির বিয়ে হলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না বুবলী।

এ প্রসঙ্গে ভাবনা জানতে চাইলে তিনি সরাসরি বলেন, সবে তো কাজ শুরু করেছি। এখনই বিয়ের সংবাদ দিয়ে দর্শক-ভক্তদের মনে আঘাত দিতে চাই না। বিয়ের কথা এখনই ভাবছি না। এটা পরিবারের উপর ছেড়ে দিয়েছি। সময় হলেই বিয়ে হবে। এটা নিয়ে এত চিন্তা করতে চাই না। আপাতত কাজ নিয়েই ভাবছি। কাজের বাইরে অন্যকিছু ভাবার সময়ই হচ্ছে না।

সূত্র : মানবজমিন

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫