ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
“আর নয়কো দেরি,শিশুদের শ্রবণ ক্ষমতা রক্ষায় এখনই কাজ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজার্তিক কান পরিচর্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ এইড ফাউন্ডেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এইড ফাউন্ডেশনের পরিচালক আশাবুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিবন্ধি সেবা সাহায্য কেন্দ্রের জেলা কর্মকর্তা মো: তরিকুল ইসলাম। সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-সিডিডি এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধি শিশু পুনর্বাসন কর্মসূচির উপ-কর্মসূচি সম্বনয়কারী সুরাইয়া পারভীন শিল্পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যারেন্স ক্লাবের প্রাক্তন সভাপতি জাকিরুল ইসলাম বাবু,রেশমা বেগম,শিল্প বেগম,মর্জিনা বেগম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ। আলোচনা পরিচালনা করেন সুরাইয়া পারভীন শিল্পি। সার্বিক ভাবে সহযোগিতা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এনামুল কবির টিপু, প্রতিবন্ধি শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারী প্রোগ্রাম অফিসার ফাতেমা জাহান রুমা, প্রোগ্রাম অফিসার মাহামুদ আলী, হিসাবরক্ষক রুমাইয়া ইয়াসমিন রুনা প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় শিক্ষক, বাক ও শ্রবণ প্রতিবন্ধি কিশোর-কিশোরী, যুবক-যুবতী, প্রতিবন্ধি শিশুদের অভিভাবক, ক্লাবের সদস্য, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার-মানুষ উপস্থিত ছিলেন।