স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ইনজুরির কারণে চলমান এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে আর খেলা হবে না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। ফলে মুস্তাফিজুরের পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। প্রথম সন্তানের জনক হবার জন্য স্ত্রীর পাশে থাকতে গিয়ে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি তামিম। আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে একাদশে দেখা যাবে তামিমকে।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে মুস্তাফিজকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বিসিবি।
এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাঁজরের ডান পাশে ব্যথা পাওয়ার পর সোমবার রাজধানীর এক হাসপাতালে তাঁর এমআরআই পরীক্ষা করা হয়। তখন মূলত নিশ্চিত হওয়া যায় তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে।
তিনি আরো জানান, মুস্তাফিজ ৪৮ ঘণ্টা বিশ্রামে গেলে বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারছেন না তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। তাই মুস্তাফিজের জায়গায় তামিমকে দলে সুযোগ দেওয়া হয়েছে।