স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাভুমি’র উদ্যোগে আয়োজিত বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মহানগরীর ভুরুলিয়ায় প্রকৃতিক বন এলাকায় আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ আয়োজনে প্রায় একশত জন অংশগ্রহণ করেন।
তাঁদের মধ্যে প্রবীণ সাংবাদিক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাপ্তাহিক বাংলাভুমি’র প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম, সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, ব্যবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজিব, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম এ সামাদ, দৈনিক করতোয়া, ব্রেকিংনিউজ ডটকম ডটবিডি’র গাজীপুর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক বাংলাভুমির কালিয়াকৈর ব্যুরো প্রধান তুহিন আহামেদ, প্রমুখ উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে বাংলাভূমির সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা উপহার তোলে দেয়া হয়।