বিনোদন ডেস্ক ॥
ঢাকা: মাঠে খেলছেন এগারোজন। কিন্তু মাঠের বাইরে? সারাদেশ। খেলার চেয়েও যেন খেলাকেন্দ্রীক আলোচনা, আড্ডা জমে উঠেছে। গতকাল থেকে শুরু হয়েছে ‘এশিয়া কাপ টি-২০’ সিরিজ। আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি। তাছাড়া ক্রিকেটপ্রেমীকে কথা মাথায় রেখে ক্রিকেট বিষয়ক আলাদা তিনটি অনুষ্ঠানও প্রচার করতে চলেছে চ্যানেলটি।
এ আয়োজনে থাকছেন তিন ক্রিকেট গার্ল। মারিয়া নূর, সামিয়া আফরিন এবং শ্রাবন্য তৌহিদা। তারাই উপস্থাপনা করবেন এশিয়া কাপ টি২০ সিরিজ।
প্রতিটি ম্যাচের শুরুতে এবং শেষে জিটিভি প্রচার করছে গ্রামীণফোন নিবেদিত ক্রিকেট বিষয়ক টক শো ‘ক্রিকেট এক্সট্রা’। এছাড়া খেলা চলাকালীন সময়ে প্রতিদিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হচ্ছে ‘ক্রিকেট ম্যানিয়া’। অনুষ্ঠান দুটিতে সাবেক ক্রিকেট তারকারা অংশ নিয়ে খেলার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করে থাকেন।
অন্যদিকে রাত ১২টায় এবং পরের দিন বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে প্রতিদিনের ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে ‘ক্রিকেট হাইলাইটস’। অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে উপস্থাপনা করবেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা মারিয়া নূর, সামিয়া আফরিন এবং শ্রাবন্য তৌহিদা।
উল্লেখ্য, এশিয়া কাপের ১১ তম আসরের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভি। খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি চ্যানেলটি প্রচার করছে ক্রিকেট নিয়ে একাধিক অনুষ্ঠান।