জেলা প্রতিনিধি, বগুড়া ॥
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আটাইল এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক উজ্জ্বলকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ওমরদীঘি গ্রামের বাসিন্দা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ তাকে আটক করে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।