বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নেপালের পাহাড়ি এলাকায় বুধবার সকালে একটি যাত্রীবাহী ছোট আকারের বিমান নিখোঁজ হয়েছে। এতে সবমিলিয়ে ২১ জন যাত্রী ছিল বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
স্থানীয় তারা এয়ারলাইন্সের দু ইঞ্জিনের ওই বিমানটি বুধবার সকালে পশ্চিমাঞ্চলীয় নেপালের পোখরা থেকে রওয়ানা হয়েছিল। এর গন্তব্য ছিল মুসতাং জেলার জোমসোম শহরে। কিন্তু উড্ডয়নের আট মিনিট পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সম্পর্কে তারা এয়ারের মুখপাত্র ভীম রাজ রাই এএফপিকে বলেন,‘আজ সকালে পোখরা থেকে জোমসোমের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানটি নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১৮ জন যাত্রী ও তিন ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।’ যাত্রীদের মধ্যে দু জন বিদেশি ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। তবে তারা কোন দেশের নাগরিক তিনি তা জানাননি।
নিখোঁজ হওয়ার পরপরই বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে অনুসন্ধানকারী দল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সে প্রচেষ্টায় ব্যাঘাত ঘটছে বলে এএফপি জানিয়েছে।
হিমালয় পাহাড়ের কোলে অবস্থিত নেপালের জোমসন শহরটি পর্যটকদের কাছে খুবই প্রিয়। অনেকে এখান থেকেই হিমালয়ে ট্রেকিং করে থাকেন। এজন্য প্রতিদিন পোখরা থেকে এই শহরটির উদ্দেশে ২০ মিনিট অন্তর একটি করে বিমান ছেড়ে যায়।