স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে সবজি ক্ষেত্রে পানি দিতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন কাপাসিয়া উপজেলার পাবর এলাকার মৃত হেকিম উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, সোমবার সকাল ১০টার দিকে কামাল হোসেন তার বাড়ির পাশে সবজি ক্ষেতে পানি দিতে যান। এসময় বৈদ্যুতিক পানির পাম্প চালু দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুপুরের দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান এসআই।