বিরোধী দলের অভাব অনুভব করছেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

সিলেট: সংসদে বিরোধী দলের অভাব অনুভব করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার রাতে সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এমন অনুভূতির কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘যখন কোনো সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকে তখন অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। নিজের ভুল দেখতে পায় না। এই ভুল ধরিয়ে দেয়ার জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধী দল।’

বিরোধী দল সংসদে থাকলে গণতন্ত্র শক্তিশালী হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা সংসদে বিরোধী দলের অভাব অনুভব করছি। এর জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়ী।’ সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা, দেশের উন্নয়নে জনমত গঠনে সংবাদ মাধ্যমকে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘সিলেটের সংবাদ মাধ্যম বেশ সমৃদ্ধ। সিলেটে এমন কিছু সাংবাদিক ও সম্পাদক ছিলেন যারা অত্যন্ত সাহসের সাথে দেশের জাতীয় ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর জন্য আমরা গর্ববোধ করি।’

জাতীয় জীবনে সংবাদ মাধ্যম অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বস্তুনিষ্ট সংবাদ সরকারের উন্নয়ন কার্যক্রমকে তরান্বিত করে। কারণ, সরকার অনেক সময় অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। যে কারণে নিজের ভুল নিজের চোখে পড়ে না। সংবাদ মাধ্যমের সমালোচনা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

অর্থমন্ত্রী সিলেটের সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের কষাঘাত অত্যন্ত শক্তিশালী। তাদের গঠনমূলক সমালোচনা আমাদের আরো সমৃদ্ধ হতে সাহায্য করে।’

দেশের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে উন্নয়নের লক্ষ্যে জনমত গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী।

সিলেটের সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক এই প্রতিষ্ঠানটি প্রথম বারের মতো অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বৃটিশ পার্লামেন্টের এমপি, লেবার ফ্রেন্ডস বাংলাদেশের প্রতিনিধি, জাতিসংস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি, সিলেটের রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সিলেট প্রেসক্লাব অভিষেক কমিটি ২০১৬ এর আহ্বায়ক ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, বৃটিশ এমপি স্টিফেন স্টিমস, জন রিড এমপি, নবনির্বাচিত সভাপতি ইকরামুল কবির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কালের কণ্ঠের ব্যুরো প্রধান আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায়
দেশের খ্যাতিমান সংগীত শিল্পী সিলেটের কৃতি সন্তান আশিক, স্থানীয় শিল্পী লাভলী দেব, শামীম আহমদ ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের রেডিও এনাউন্সারস ক্লাব (র‌্যাংক) এর সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫