স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৪০০ শতাধিক রানের থ্রিলারে জয়ী হয়েছে কোয়েটা গ্লাডিয়র্স। শেষ বলে বাউন্ডারি হাকিয়ে মোহাম্মদ নবি লাহোর কালান্দার্সের বিরুদ্ধে দলকে জয়ী করেছেন।
মঙ্গলবার দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে ক্রিস গেইলের লাহোর করে ২০১ রান, ২ উইকেট হারিয়ে। গেইল করেন ৬০ রান। জবাবে কোয়েটা ৮ উইকেটে করে ২০৩ রান। মোহাম্মদ নবি ১২ বলে ৩টি চার আর ২টি ছক্কা হাঁকান।
পুরো ম্যাচে মোট ৫৮টি বাউন্ডারি হয়েছে, চার ব্যাটসম্যান ফিফটি করেছেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ নবিই নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।
শেষ ওভারে কোয়েটার দরকার ছিল ৬ বলে ১৫, লাহোরের ২ উইকেট।
বল হাতে আসেন জোহাইব খান। তার প্রথম বলটি ছিল ইয়র্কার। নবি রান নিতে পারেননি। ফলে দরকার হয় ৫ বলে ১৫। খেলা তখনো লাহোর হাতে। কিন্তু পরের দুই বলে নবি একটি চার ও একটি ছক্কা হাকান। চতুর্থ ও পঞ্চম বলে নবি আর জুলফিকার সিঙ্গেল করে নেন। ফলে শেষ বলটি ঘিরে উত্তেজনা জমাট বাধে। কিন্তু না জোহাইবের ফুল, ওয়াইড বলটি পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠেন।