স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : সব মামলায় জামিন হওয়ার পরও একটি মানহানির মামলায় পিডব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার না করার অজুহাত দেখিয়ে ‘অন্যায় ও অবৈধভাবে’ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ‘আটক’ রাখার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে তার মুক্তিতে প্রধান বিচারপতি এসকে সিনহার হস্তক্ষেপও কামনা করেছে দলটি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ইতোমধ্যে সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাকে (মাহমুদুর রহমান) নতুন করে আটকিয়ে রাখার জন্য সরকার একের পর এক বেড়াজাল নির্মাণ করে চলছে। এর ওপর দীর্ঘদিনের কারা নির্যাতনের ফলে মাহমুদুর রহমানের স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে, তার চোয়ালের ব্যথা অসহনীয় হয়ে উঠেছে, তার সাড়ে ১৪ কেজি ওজন হ্রাস পেয়েছে। এরকম পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে তার স্বাস্থ্যগত আরো চরম অবনতির আশঙ্কা করছি আমরা।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘সব মামলায় জামিন হওয়ার পরও সরকার একটি মানহানির মামলায় পিডব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার না করার অজুহাত দেখিয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে আটকিয়ে রেখেছে। দু’সপ্তাহ ধরে আটকিয়ে রাখার পরে গতকাল পিডব্লিউ প্রত্যাহার করা হয়েছে, আজ যখন মাহমুদুর রহমানের মুক্তি পাওয়ার কথা ঠিক সেই মুহূর্তে মাহমুদুর রহমানকে আর একটি মামলায় অভিযুক্ত দেখিয়ে আটকিয়ে রাখা হলো।’
তিনি বলেন, ‘আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সরকারের দেয়া মামলা-কারানির্যাতন, নিপীড়ণ বন্ধ করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমরা মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।’