সরকার দেশের মানুষের উপর চেপে বসেছে > ফখরুল

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন অনৈতিকভাবে নির্বাচিত সরকার দেশের মানুষের উপর চেপে বসেছে বলে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এ সরকার দেশের জনগণের উপর আইন কানুন ও শাসন চাপিয়ে দিচ্ছে যে কারণে দেশের জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
মির্জা ফকরুল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এমনভাবে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে তাতে গোটা দেশের মানুষ অস্থির হয়ে উঠেছে। তিনি গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের যুগ্ম-মহাসচিব শাহজাহান, নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫