স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: গত ২০ ডিসেম্বরের ঘটনা। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিভার প্লেটের বিপক্ষে বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগের দিন কিডনি সমস্যায় পড়েন লিওনেল মেসি। তাই খেলা হয়নি স্বদেশী ক্লাবের বিপক্ষে সেই সেমিফাইনালটি। যদিও লুইস সুয়ারেজের দারুণ এক হ্যাটট্রিকে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে ওঠে বার্সা। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য মেসি খেলেছেন অনেকটা ঝুঁকি নিয়েই।
কিডনির পুরানো সেই সমস্যা নতুন করে দানা বেঁধেছে মেসির। সোমবার যেমন অনুশীলনই করতে পারেননি বার্সা ফরোয়ার্ড। যেতে হয়েছে চিকিৎসকের কাছে। দিতে হয়েছে পরীক্ষাও। তবে আশার খরব, মাঠে ফিরতে মেসির খুব একটা অপেক্ষা করতে হবে না। বুধবারই নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তাদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ডিসেম্বর থেকেই কিডনির সমস্যায় ভুগছেন মেসি। হঠাৎ সেই সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর জন্য সোম ও মঙ্গলবার মেসিকে বেশ কয়েকটি পরীক্ষা করাতে হয়েছে। সমস্যা অতটা গুরুতর নয়। বুধবার থেকে নিয়মিত অনুশীলনে ফিরতে পারবেন মেসি।’
প্রসঙ্গত, গত ডিসেম্বর থেকে মেসি যে সসম্যায় ভুগছেন, তার নাম ‘রেনাল কলিক’। এটি এক প্রকার পেটের ব্যথা। যেটি কিডনিতে পাথর জমলে মূত্রনালিকে প্রভাবিত করে থাকে।