বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: এক পরিসংখ্যানে দেখা গেছে গ্রিসের তরুণীরা মাত্র একটি স্যান্ডউইচের মূল্যে যৌনতার প্রস্তাব করছে।
প্যান্টিওন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক গ্রেগোরি ল্যাক্সোস ও তার দল গ্রিসের এথেন্সে জরিপ পরিচালনা করে দেখেন, গ্রিসে পতিতাবৃত্তির দিক থেকে পূর্ব ইউরোপের নারীদেরকেও ছাড়িয়ে গিয়েছে গ্রিসের তরুণীরা।
গ্রিসের ১৭ হাজার যৌনকর্মীর মধ্যে এ জরিপ পরিচালনা করে দেখা যায়, গ্রিসে যৌনতা অনেক সস্তা হয়ে গেছে। আর আগে যেখানে গ্রিসে পতিতাবৃত্তিতে পূর্ব ইউরোপের মেয়েদের আধিক্য ছিলো সেই পরিস্থিতি পাল্টে এখন গ্রিক মেয়েরাই সংখ্যায় বেশি হয়ে দাঁড়িয়েছে।
ল্যাক্সোস বলেন, কিছু নারী খাবারের জন্য মাত্র একটি পনির অথবা স্যান্ডউইচের বিনিময়ে যৌনতা করে থাকে।
আধা ঘণ্টার যৌনতার জন্য আগে যেখানে ৫০ইউরো নেয়া হতো সেখানে এখন নেয়া হয় মাত্র ২ ইউরো। অধিকাংশ তরুণী ১৭ থেকে ২০ বছরের মধ্যে পতিতাবৃত্তে জড়িয়ে পড়ছে। (হিন্দুস্তান টাইমস)