পাটের পণ্য ব্যবহারে বাধ্য করতে সোমবার থেকে অভিযান

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: পাটের পণ্য ব্যবহারে বাধ্য করতে সোমবার (৩০ নভেম্বর) থেকে সারাদেশে অভিযান চালাবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়।

রোববার (২৯ নভেম্বর) পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা জানান।

তিনি বলেন, এই মন্ত্রণালয়ের ১০জন যুগ্ম সচিবের নেতৃত্বে দশটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম দেশের সবকটি বিভাগে এ অভিযান মনিটরিং করবে। ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এ ৬টি পণ্যে যাতে পাটের ব্যাগ ব্যবহার করা হয়, সে বিষয়ে সোমবার থেকে অভিযান চালানো হবে।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ২০০১ সালে জোট সরকার দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে পাট চাষিদের পথে বসিয়ে দিয়েছিলো। ওই সময় পাটের ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি আত্মহনন করেছেন। তারা (জোট সরকার) এই পাট শিল্পকে ধ্বংস করছে।

তিনি আরও বলেন, দেশের বড় বড় পাটকলগুলো বন্ধ করে দেওয়ার কারণে অনেক শ্রমিক পথে বসেছে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ নিশ্চিত করণের কঠোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী পাট মন্ত্রণালয় সারাদেশে ষাঁড়াশি অভিযান পরিচালনার এ পদক্ষেপ নিয়েছে।

মির্জা আজম বলেন, এই পদক্ষেপের মাধ্যমের পাটশিল্পের শুধু উন্নয়নই নয়, পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হবে।

দেশের শিল্প উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এরই অংশ হিসেবে ঢাকার প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসিয়ে ৬টি পণ্যেবাহী ট্রাক-পিকআপ ভ্যানসহ বিভিন্ন বাহনে অভিযান চালানো হবে। যাতে পাটের ব্যাগে পণ্য মোড়কজাতকরণ নিশ্চিত হবে।

এছাড়াও সারাদেশে জেলা প্রশাসকের নেতৃত্বে একাধিক দল এ অভিযান পরিচালনা করবে। উপজেলা পর্যায়ে ইউএনও এ অভিযানের নেতৃত্ব দেবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নই এ সাঁড়াশি অভিযান উদ্দেশ্য বলে উল্লেখ করেন মির্জা আজম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরইমধ্যে সরকারি-বেসরকারি জুটমিল গুলোতে ব্যাগ বানোর নির্দেশ দেওয়া হয়েছে। পণ্য পরিবহনের জন্য আগামী দু’মাসের পাটের ব্যাগ মজুদ রয়েছে। বছরে প্রায় ৬০ কোটি পাটের ব্যাগ প্রয়োজন বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পাট অধিদফতরের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, পাট অধিদফতরের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫