বিনোদন ডেস্ক ॥
সেই কবে থেকে আটকে আছে ব্যাপারটা! করিশ্মা কপূর আর তার স্বামী সঞ্জয় কপূরের বিবাহবিচ্ছেদ! তবে, এবার মনস্থির করেই ফেলেছিলেন নায়িকা। ভেবেছিলেন, একটা ছোট্ট সই করে মিটিয়ে ফেলবেন তিক্ত সম্পর্কটাকে! কিন্তু, মোক্ষম মুহূর্তে পিছিয়ে এলেন করিশ্মা। খোরপোশ পাচ্ছেন না বলে ডিভোর্সের কাগজে সই করলেন না তিনি!
করিশ্মার বক্তব্য, এত সহজে তিনি রেহাই দেবেন না স্বামীকে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার সময়ে দুই তরফের দাবি-দাওয়া নিয়ে যে সম্মতিপত্র তৈরি হয়েছিল, তাতে খোরপোশ দেওয়ার অঙ্গীকার করেছিলেন সঞ্জয়। সেটা বেশ অনেক দিন আগের কথা। কিন্তু, সঞ্জয় কথা রাখেননি। এক বারও তিনি খোরপোশের টাকা পাঠাননি স্ত্রীকে।
করিশ্মার আইনজীবী ক্রান্তি সাথে জানান, দায়িত্বজ্ঞানহীনতার জন্যই বুধবার সম্মতিপত্রে সই করেননি করিশ্মা। তারা আদালতে বিষয়টি জানিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।
তবে, শুধুই খোরপোশ নয়, করিশ্মার ঘনিষ্ঠ-মহলের বক্তব্য, স্বামীকে এবার একটু বিপদে ফেলতে চাইছেন তিনি। কারণ, সঞ্জয়ের বান্ধবী প্রিয়া ছতবাল করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও এক সঙ্গে থাকছেন, বিষয়টা সহজভাবে মেনে নিতে পারছেন না করিশ্মা।