স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ম্যাচ শুরুর আগেই নানান বিতর্ক। শেষ পর্যন্ত এক ঘণ্টা বিলম্বে খেলা শুরু। তবে তাতে করে চিটাগাং ভাইকিংসের মেজাজ মোটেও যেন কমেনি। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও হাই স্কোর করলো চিটাগাং। উদ্বোধনী ম্যাচে ১৮৭ রান করেছিল চিটাগাং। এবার দ্বিতীয় ম্যাচে এসে তারা সংগ্রহ করলো ৫ উইকেট হারিয়ে ১৮০ রান। এবারও নায়ক তামিম। সঙ্গে জ্বলে উঠেছিলেন লোকাল বয় ইয়াসির আলিও।
ম্যাচ শুরুর আগে বেশ রাগান্বিত ছিলেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। সিলেট সুপার স্টারসের দল নিয়ে বেশ বাদানুবাদও হয়েছে। শেষ পর্যন্ত এক ঘণ্টা বিলম্বে শুরু হয় সিলেট বনাম চিটাগাংয়ের খেলা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চিটাগাং। উদ্বোধনী ম্যাচেও তারা প্রথমে ব্যাট করে সংগ্রহ করেছিল ১৮৭ রান। তবে আজ ব্যাট করতে নেমে চিটাগাংয়ের ওপেনার তিলকারতেœ দিলশানকে শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন সিলেটের সুবাশিষ রয়।
কিন্তু অপর ওপেনার তামিম ইকবাল খান যেন তার সব রাগ-ক্ষোভ উগড়ে দিলেন সিলেটের বোলারদের ওপর। খেললেন ৪৫ বলে ৬৯ রানের টর্নেডো গতির এক ইনিংস। তাতেই সিলেট সুপার স্টারসের সামনে রানের পাহাড় তৈরীর ভিত গড়ে ওঠে চিটাগাং ভাইকিংসের।
৩৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম। এরপর আরও ১২ বল খেলে যোগ করেন ১৯ রান। তবে ১৩তম ওভারের দ্বিতীয় বলে এসে অজন্থা মেন্ডিসের ফাঁদে পড়েন তামিম ইকবাল। মোহাম্মদ শহিদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৪টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায় সাজান নিজের ইনিংস।
তামিম আউট হয়ে যাওয়ার পর এনামুল হক বিজয় উইকেটে নেমে পড়েন দিলশান মুনাভিরার ঘূর্ণি ফাঁদে। ১৪তম ওভারের শেষ বলে এসে ৪ বলে ৩ রান করা এনামুল হক বিজয় এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
এনামুল হক বিজয় আউট হয়ে গেলেও চট্টগ্রামের তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি ছিলেন আরও বিধ্বংসী। ৫২ বলে তিনি খেলেন ৬৩ রানের এক ঝড়ো ইনিংস। ১ট বাউন্ডারির সঙ্গে চারটি ছক্কার মার মারেন তিনি। এছাড়া জীবন মেন্ডিস ২০ রান। জিয়াউর রহমান অপরাজিত থাকেন ১৫ রানে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে চিটাগাং।
সিলেটের পক্ষে একটি করে উইকেট নেন সুবাশিষ রায়, মোহাম্মদ শহিদ, অজন্তা মেন্ডিস এবং নাজমুল ইসলাম।