স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: শারজায় অনুষ্ঠিত পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ফিক্সিংয়ের গুজব এক কথায় উড়িয়ে দেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস। এবার আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনও মুখ খুললেন। তবে, পাক সমর্থকদের ঘাবড়ানোর কিছু নেই। ইতিবাচক কথাই বলেছেন রিচার্ডসন। সে ম্যাচটিতে পাকিস্তান দল বাজে পারফরম্যান্স করলেও ম্যাচ ফিক্সিং হয়েছে বলে তিনি মনে করছেন না।
গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ছয় উইকেটে হার মানে পাকিস্তান। এক বল বাকি থাকতেই ২০৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ৯ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। উল্লেখ্য, পাকিস্তানের ইনিংসের এক পর্যায়ে (১৩২-১৬১) ২৯ রানের মধ্যেই ছয়টি উইকেটের পতন ঘটে। সব মিলিয়ে তিনজন রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন। পাক ব্যাটসম্যানদের আউটের ধরন নিয়েই অভিযোগ দাঁড় করানো হয়।
এক সাক্ষাৎকারে আইসিসির প্রধান নির্বাহী বলেন, ‘হ্যাঁ, ওই ম্যাচটিতে কিছু অসঙ্গতি ছিল। কিছু উদ্ভট রান আউটও হয়েছে। তবে ক্রিকেটে এমনটি হতেই পারে। আসলে ক্রিকেট ক্যারিয়ারে আমি নিজেও অনেকবার রান আউটের শিকার হয়েছিলাম। তা এখনো আমার মনে পড়ছে।’
রিচার্ডসন উল্লেখ করেন, ‘পাকিস্তানের খেলোয়াড়রা এখন কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্মুখীন হলেই তা ক্রিকেট বোর্ডের নজরে আনছে। তাই তাদের ব্যাপারে আমি অতিরিক্ত সন্দেহপ্রবণ হতে পারি না। তাছাড়া বর্তমানে ক্রিকেটের স্বচ্ছতার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি বেশ ইতিবাচক। আশা করছি, আন্তর্জাতিক ক্রিকেটাররা ক্রিকেটীয় শিক্ষার বিষয়ে সজাগ থাকবে।’
এর আগে পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিসও ফিক্সিংয়ের গুজবে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন, ‘পাকিস্তান দল সম্পর্কে আমার পরিস্কার ধারণা রয়েছে। আমরা ম্যাচটি বাজেভাবে হারলেও তাতে অস্বাভাবিক কিছু ঘটেনি। খেলোয়াড়দের ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। দল নিয়ে আমি সন্তুষ্ট।’
একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জের ধরেই ফিক্সিংয়ের গুজব রটে। আকসুর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের কথা তুলে ধরা হয়। সূত্রমতে, স্বাগতিকদের ব্যাটিং পারফরম্যান্স ফিক্সিং সন্দেহের আওতায় পড়ছে। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) কর্মকর্তারা এটি তদন্ত করতে পারেন বলেও নিশ্চিত করা হয়।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের একটি মন্তব্যের জের ধরেই আলোচনার সূত্রপাত ঘটে। পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে আরো অনেকেই মন্তব্যের ঝড় তোলেন।
এরপর আকসুর নাম প্রকাশ না করা এক কর্মকর্তা ডেইল মেইলকে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে যে ধরনের মন্তব্য হচ্ছে তা আমরা এড়িয়ে যেতে পারি না। বিষয়টি বিবেচনায় থাকবে। কিন্তু, আমরা ভিন্ন কারণেও তা খতিয়ে দেখতে পারি।’
ক’দিন ধরে পাকিস্তান দলকে ঘিরে ফিক্সিংয়ের যে গুজব রটেছিল রিচার্ডসনের মন্তব্যে তা গুজবই থেকে গেল!