মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর-রাজনগর) উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে আনুষ্ঠানিকভাবে এমপি ঘোষণা করা হয়েছে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক এ ঘোষণা দেন।
গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। একমাত্র আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ নুরুল হক, বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন আশরাফ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশীদ ও সোহেল আহমদ। তবে এর আগে ১৩ নভেম্বর রাতে জাতীয় পার্টি প্রার্থী সৈয়দ নুরুল হক সায়রা মহসীনের বাড়িতে গিয়ে তার সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। ১৪ নভেম্বর সকালে স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সায়রা মহসীনের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ নুরুল হক পার্টির কেন্দ্রীয় প্রত্যায়নপত্র জমা দেননি। বিএনএফ প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর সঠিক নয়। স্বতন্ত্র দুই প্রার্থীর এক শতাংশ সমর্থকের দেয়া তথ্য মাঠপর্যায়ে যাচাই করে সঠিক পাওয়া যায়নি বলে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল না করায় এবং একমাত্র বৈধ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সায়রা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।