বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যে নারকীয় সন্ত্রাস চালাচ্ছে তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। খবর আইআরআইবির।
তেহরান সফররত তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গলি বারদি মুহাম্মাদভকে দেয়া এক সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, দায়েশ সন্ত্রাসীরা গলা কেটে ও সাধারণ লোকজনকে নির্যাতন করে এমনভাবে হত্যা করছে যাতে পরিষ্কার হয় এরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তিনি বলেন, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্ব, দয়া এবং অন্যের কল্যাণ কামনার ধর্ম।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইসলামের নামে সন্ত্রাস ও বর্বরতার মাধ্যমে দায়েশ সন্ত্রাসীরা যে অবস্থা তৈরি করেছে তার বিপরীতে জনগণকে প্রকৃত ইসলাম চর্চার সুযোগ করে দিতে হবে। দায়েশ সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইসলামের প্রকৃত আদর্শ জোরালোভাবে তুলে ধরা যা কিনা উদারপন্থি ও বিচারবুদ্ধিসম্পন্ন।
সাক্ষাৎ অনুষ্ঠানে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অবস্থাকে প্রতিকূল বলে উল্লেখ করেন। কোনো কোনো দেশের সরকার আইএস সন্ত্রাসীদেরকে যে সমর্থন দিচ্ছে সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।