বিনোদন ডেস্ক ॥
ঢাকা: দিল্লি থেকে পঞ্জাবের পথ চলা শেষ। এবার শুরু হবে অন্য এক পথ চলার গল্প। ‘এনএইচ-১০’-এর পর এবার তৈরি হতে চলেছে ‘এনএইচ-১২’। মুক্তি পেতে না পেতেই সিক্যুয়াল নামক ভাইরাসে আক্রান্ত অনুষ্কার ‘এনএইচ-১০”।
বক্স অফিসে সাফল্য দেখে এই ছবির সিক্যুয়াল তৈরি করতে চান ছবির প্রযোজকরা। সম্প্রতি ছবির প্রযোজক সংস্থার তরফ থেকে বলা হয়েছে, “ আমার এই ছবির সাফল্যে খুব খুশি। খুব শীঘ্রই আসতে চলেছে ছবির সিক্যুয়াল”। তবে এখনেই থেমে থাকেনি তাঁরা জানিয়েছেন, এবারে তাঁদের যাত্রা জব্বলপুর থেকে জয়পুর অর্থাৎ ‘এনএইচ-১২’ বোনা হবে এবারের কাহিনি।
তবে এখনও ছবির কলাকুশলীদের সম্পর্কে কিছুই জানানো হয়নি। তাই এই সিক্যুয়ালে অনুষ্কা থাকছেন কি না তা সময়ই বলে দেবে।