স্টাফ রিপোর্টার ॥ মহানগরের কাশিমপুর এলাকায় ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার ডাকাত আশরাফুল ইসলাম (৩৫) মারা গেছেন।
বুধবার (১৮ মার্চ) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাবার নাম আইয়ুব আলী। বাড়ি পটুয়াখালীর ধুমকী থানার পাংগাসিয়া গ্রামে।
পুলিশ জানায়, বুধবার ভোরে কাশিমপুর এলাকার সূরাবাড়ি গ্রামে জনৈক মিঠু সরকারের বাড়িতে ডাকাতি করতে আসে একদল ডাকাত। জনতা টের পেয়ে ওই বাড়ি ঘেরাও করে আশরাফুল ইসলাম নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পালিয়ে যায় অন্যরা।
খবর পেয়ে পুলিশ আহত আশরাফুলকে গাজীপুর সদর হাসপাতালে আনলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।