বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: তাঁদের দুইজনকে নিয়ে বলিউডে ইতিমধ্যেই নানা রকমের চর্চা৷ ‘ইশকওয়ালা’ সিদ্ধার্থ-আলিয়ার জুটি সেই প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকেই বলিউডের সবার নজর কেড়েছে। নিজেরা অবশ্য সে কথা স্বীকার করেন না। আবার অস্বীকারও করেন না। তবে আলিয়ার জন্মদিনে সিদ্ধার্থর স্পেশাল গিফট কিন্তু জানান দিচ্ছে সম্পর্কের রসায়নই আলাদা।
কেন সিদ্ধার্থর গিফট নিয়ে এরকম ভাবা হচ্ছে? বলিপাড়ার খবর, জন্মদিনে অনেক ভেবেচিন্তেই আলিয়াকে উপহার দিয়েছেন সিদ্ধার্থ। ফটোগ্রাফিতে আলিয়ার প্যাশনের কথা জানেন তার ঘনিষ্ঠবৃত্তের মানুষরাই৷ সিদ্ধার্থ তো তা জানেনই৷ আর তাই আলিয়ার ২২-এ পা- কে স্মরণীয় করে রাখতে স্পেশাল কিছুর জন্যই ভাবনাচিন্তা করেছিলেন তিনি। তাই ইউএসে অর্ডার দিয়েছিলেন ক্যামেরার। শুধু ছবি তোলা নয়, সলফি তুলতেও আলিয়া ভালোবাসেন। তাই এমন ক্যামেরারই খোঁজ করছিলেন সিদ্ধার্থ যাতে আলিয়ার সেলফি চাহিদা মেটে।
ক্যামেরা নিয়ে আলিয়ার প্যাশনের কথা আর যাঁরই চোখ এড়াক, ভোলেননি সিদ্ধার্থ। কিছুদিন আগে এক অ্যাওয়ার্ড সেরিমোনিতে আলিয়াকে দেখা গিয়েছিল এমন ক্লাচ পরতে, যা দেখতে ছিল অনেকটা ক্যামেরার মতো। ক্যামেরা দিয়েই তাই আলিয়ার এবারের জন্মদিনটাকে স্পেশাল করে রাখলেন সিদ্ধার্থ। সূত্র: কলকাতা