বিনোদন ডেস্ক ॥ দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বেশ কিছুদিন। এবার সোশ্যাল মিডিয়াতে সরাসরি প্রেমিকা আনুশকা শর্মার সিনেমার প্রশংসা করলেন প্রেমিক বিরাট কোহলি। নিজের টুইটার একাউন্ট থেকে আনুশকা প্রযোযিত প্রথম সিনেমা ‘এনএইচ১০’ এর প্রশংসা করেছেন ইন্ডিয়ান এই ব্যাটিং জিনিয়াস!
তিনি লিখেছেন, “দেখে শেষ করলাম ‘ঘঐ১০’ এবং আমি বিমোহিত! দুর্দান্ত একটা সিনেমা এবং বিশেষ করে আমার ভালবাসা আনুশকা’র অভিনয় ছিল সত্যিই অসাধারণ! তাকে নিয়ে আমি অত্যন্ত গর্বিত!”