স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসনের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন ইমরুল কায়েস (২ রান)। আর দ্বিতীয় ওভারে একই বোলারের বলে আউট হয়েছেন তামিম ইকবাল (২ রান)। কিন্তু ওপেনার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রাথমিক ধাক্কা ভালভাবেই সামাল দিয়েছে বাংলাদেশ। ২৩.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান। সৌম্য সরকার আউট হয়েছেন (৪০ রান)। সর্বশেষ আউট হয়েছেন সাকিব (২ রান)।
ব্যাট করছেন মাহমুদউল্লাহ (৫১) ও মুশফিক (১)।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ দলে ২টি পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত এনামুল হকের জায়গায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। আর নাসির হোসেনের জায়গায় খেলবেন আরাফাত সানি।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরাফাত সা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ইংল্যান্ড দল : ইয়ন মর্গান (অধিনায়ক), মঈন আলী, ইয়ান বেল, হালেস, জো রুট, টেলর, বাটলার, ওয়াকেস, জর্ডান, ব্রড ও অ্যান্ডারসন।