স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তাঁতিবাজার মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েন হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভিক্টোরিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
তিনি জানান, বাসটি সদরঘাট থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। বাসের যাত্রী কম থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে বাস থেকে যাত্রীরা নিরাপদে নেমে পড়েন।