স্টাফ রিপোর্টার ॥ ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশ করতে না দেয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বুধবার ২৩তম দিন অতিবাহিত করছে অবরোধ।
অবরোধের সমর্থনে রাজধানীর মালিবাগে মিছিল করেছে জামায়াত।
বুধবার সকাল পৌনে ৮টায় এর মিছিল বের করা হয়।
মিছিলটি মালিবাগ শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।