বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ নিয়ে তার স্বজনরা দেশের পথে রওয়ানা হয়েছেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান (এমএইচএমএইচ-১০২ নং ফ্লাইট) কোকোর লাশ নিয়ে যাত্র শুরু করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কোকোর কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল তার লাশ গ্রহণ করে সরাসরি মা বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে নিয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘সেখানে পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ আসতে পারবে না। এরপর কোকোর লাশ বিকেলে ৪টার মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে। সেখানে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য লাশ কিছুক্ষণ সেখানে রাখা হবে।’
নজরুল ইসলাম খান জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কোকোর লাশ সরাসরি বনানীর সামরিক কবরস্থানে নেওয়া হবে। সেখানে কোকোকে দাফনের জন্য ইতোমধ্যেই আমাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। কোকো বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধানের সন্তান। আশা করি, তার দাফন সেখানে হবে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম