বিনোদন ডেস্ক ॥ হাতে তেমন কাজকর্ম নেই। চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খানের বিপরীতে দুই ছবিতে। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায় ছবির কাজ। ফলে হাতে অনেকটা সময় পেয়ে যান সময়ের জনপ্রিয় নায়িকা আঁচল। ফলে সময় কাটাতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
প্রথমে ঘুরে এলেন ভারত। ফিরে এসে কয়েকদিন কাজ করলেন ‘মেন্টাল’-এর। তারপর আবার বেকার। এরই মধ্যে চলচ্চিত্র শিল্পে শুরু হয়ে গেল কর্মবিরতি। কি আর করা, ছুটে গেলেন গ্রামের বাড়িতে।
সেখানে পিঠাপুলি খেয়ে সময় কাটাচ্ছেন আঁচল আর সরব থাকছেন ফেসবুকে। বর্তমানে আঁচলের হাতে রয়েছে কয়েকটি ছবি।
এর মধ্যে ‘বাদশা’, ‘মেন্টাল’, ‘গু-া দ্য টেরোরিস্ট’, ‘না বলা ভালবাসা’ উল্লেখ-যোগ্য।