বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘ইসলাম ও গণতন্ত্র কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসকে প্রশ্রয় না দিয়ে কঠোর হাতে দমন করতে হবে।’
গতকাল শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসি সদস্য দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) ১০ম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘টেকসই উন্নয়ন ও ন্যায়বিচারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সিরিয়াসহ কয়েকটি মুসলিম প্রধান দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। রাজনৈতিকভাবেই এসব সমস্যার সমাধান করতে হবে।’
বিশ্বশান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, ন্যায়বিচারসহ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পিইউআইসির প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।
অধিকৃত ফিলিস্তিন, দখলকৃত আল কুদস আল শরীফ ও সিরিয়ার বর্তমান অবস্থা বিশ্বশান্তি ও ন্যায়বিচারের পরিপন্থি বলে মন্তব্য করেন ফজলে রাব্বী।
ডেপুটি স্পিকারের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় দল পিইউআইসি সম্মেলনে যোগদানের জন্য গত বুধবার তুরস্ক সফরে যান। সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এ কে এম শাহজাহান কামাল ও রওশন আরা মান্নান প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে অংশ নেন। আজ শনিবার প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে। বাংলামেইল২৪ডটকম