জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ॥ আমনুরা রোডের নয়নগর এলাকা দুর্বৃত্তদের ছোড়া ককটেলে ট্রাকচালক নসিব আলী আহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে এর হেলপার হারুনুর রশিদ সামান্য আহত হন।
শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকটির হেলপার হারুনুর রশিদ জানান, পণ্যবোঝায় করতে রাত আনুমানিক ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরা যাওয়ার পথে আতাহার নয়নগর এলাকয় পৌঁছালে রাস্তার ডানদিক থেকে একটি ককটেল চার্জ করলে চালক আহত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
আহত চালককে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কর্তব্যরত ডাক্তার নাজির আহমেদ জানান, আহত নসিব আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় স্প্লিন্টারে জখম হলেও তিনি আশঙ্কামুক্ত।