স্টাফ রিপোর্টার ॥ ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের ১৮তম দিনে রাজধানীর উত্তরা ও তেজগাঁও এলাকায় মিছিল ও রাস্তা অবরোধ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় মহানগরী অর্থ সম্পাদকের নেতৃত্বে অবরোধের সমর্থনে উত্তরার দক্ষিণখানে মিছিল করেছে শিবির ঢাকা মহানগরী উত্তর। এসময় তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতি, বিমানবন্দর থানা সভাপতি ও স্থানীয় শিবির নেতাকর্মীরা।
এদিকে প্রায় একই সময় রাজধানীর তেজগাঁও বিজয়স্মরনী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা। মহানগরী উত্তরের কলেজ কার্যক্রম সম্পাদকের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগরী ফাউন্ডেশন সম্পাদক, তেজগাঁও কলেজ সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা।